ডার্ক মোড
Saturday, 21 December 2024
ePaper   
Logo
রূপসায় গ্রাম বাংলার ঐতির্য্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

রূপসায় গ্রাম বাংলার ঐতির্য্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

নাহিদ জামান, রূপসা (খুলনা)

খুলনার রূপসায় আইচগাতী ইউনিয়নের জে,কে,এস ক্রীড়া সংস্থা আয়োজনে ৪৭তম বার্ষিক ঘৌড় দৌড় প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন বিগত সরকারের পতনের পর বাংলাদেশে এখন শান্তির সুবাতাস প্রবাহিত হচ্ছে। সারাদেশে এখন তৃনমুল পর্যায়ের জনসাধারণ শান্তিতে বসবাস করছে।

একারনে মানুষ এখন খেলাধূলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মন খুলে অংশগ্রহণ করছে। ক্রীড়াচর্চার মাধ্যমে এদেশের যুব সম্প্রদায় কে মাদকের করাল গ্রাস থেকে সরিয়ে আনা সম্ভব। একারনে যুবক এবং কিশোরদের বাংলাদেশের প্রতিটি মাঠে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন টুর্নামেন্টের পাশাপাশি যাবতীয় ক্রীড়াচর্চা করতে হবে। কেননা লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াচর্চায় মগ্ন থাকলে তাদের মন মানসিকতা উন্নত স্তরে পরিনত হয়।

ঐতিহ্যবাহী এ ঘৌড় দৌড় প্রতিযোগিতা শুক্রবার দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আইচগাতী ইউনিয়নের পুটিমারি বিলে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে ২৮ টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১ম এবং ২য় স্থান অধিকার করে বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদ আলী, ৩য় স্থান অধিকার করে অভয়নগর উপজেলার মোহাম্মদ ইসমাইল এবং ৪র্থ স্থান অধিকার করে সাতক্ষীরা থেকে আসা বাবু ঢালী এবং ৫ম স্থান অধিকার করে একই জেলা থেকে আগত ইমরান।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব,সাবেক ছাত্রনেতা শেখ আবু হোসেন বাবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলু,মোস্তফা উল বারী লাভলু,জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ইবাদুল হক রুবায়েত,জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শেখ তৈয়েবুর রহমান, সাধারন সম্পাদক আতাউর রহমান রুনু, সমাজসেবক মঈন আহম্মেদ জমাদ্দার,উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক।

ক্রীড়া উদযাপন কমিটির আহবায়ক, সাবেক ইউপি সদস্য শেখ শফিকুল ইসলাম সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন ক্রীড়া উদযাপন কমিটির সদস্য সচিব সরদার ফরিদ আনোয়ার।

রূপসা থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক চৌধুরী শিহাবুল ইসলাম এবং যুবদল নেতা আরাফাত হোসেন ডালিমের পরিচালনায় বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র,জেলা বিএনপি নেতা নাজমুর সাকিব পিন্টু,জেলা শ্রমিকদল নেতা উজ্জল সাহা,জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন,শিকদার মোশাররফ হোসেন,আইচগাতী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুম বিল্লাহ,টিএসবি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাবুর রহমান,শ্রীফলতলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, বিএনপি নেতা শেখ আনিসুর রহমান, শেখ আরিফুর রহমান,শেখ আঃ বারী,আজিজুর রহমান,মনিরুল ইসলাম,মুন্না সরদার,শামীন হাসান, জাহিদ হাসান, আরাফাত ঢালী, রকি আহম্মেদ নিপু, অনিক অর রশিদ শাকিল, নজিবুল হাসান সাহেদ, নুর আলম মিন্টু, তারেকুল ইসলাম বাবু, মনিরুজ্জামান মিলন, ইমাম হোসেন, ছাত্রনেতা হৃদয় আহমেদ রিপন, এসএম আবু সাঈদ, মাহমুদুল হাসান, মোঃ ইমন তালুকদর, নুরুল আমিন পাপ্পু প্রমূখ।

ঐতিহ্যবাহী এ ঘৌড় দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নারী পুরুষের সমাগম ঘটে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন