ডার্ক মোড
Monday, 06 January 2025
ePaper   
Logo
রূপসায় ৪৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার১

রূপসায় ৪৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার১

নাহিদ জামান, রুপসা (খুলনা)

রূপসা থানা কিসমত খুলনা পুলিশ ক্যাম্পের ডিউটি পুলিশের বিশেষ অভিযানে এক মাদক কারবারি কে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৪৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মাদককারবারি হলেন চিতলমারী থানাধীন কীর্তনখালী গ্রামের মৃত লাল মন্ডলের পুত্র সজীব মন্ডল।

পুলিশ জানায়, গত ৩১ডিসেম্বর রাত ১১ টায় রূপসা থানা কিসমত খুলনা পুলিশ ক্যাম্পের এসআই মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে সংগীয় অফিসার ও কোর্সের সহযোগিতায় আসামিকে গ্রেফতার করা হয়।

বিশেষ চেকপোস্টে ডিউটি করা সময় রূপসা থানার বাগমারা গ্রামের অচিনতলা মোড়ে দুজন যুবক মাথায় কাপড় জড়িয়ে চেকপোস্ট পার হওয়ার চেষ্টা করে এ সময় এসআই মোঃ শফিকুল ইসলাম তাদের থামতে বলেন তখন তারা পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে সুজনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তার নিকট হতে আলামত হিসেবে ৪৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে আসামির বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

এসআই শফিকুল ইসলাম জানান রূপসা থানার নৈহাটি ইউনিয়নের মাদক নির্মূল করার জন্য আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। সচেতন নাগরিকদের উদ্দেশ্য করে তিনি বলেন মাদক কারবারিদের তথ্য দিয়ে সহায়তা করুন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন