ডার্ক মোড
Friday, 27 December 2024
ePaper   
Logo
রামগড়ে দোকান ভাংচুর ও প্রাণ নাশের হুমকি

রামগড়ে দোকান ভাংচুর ও প্রাণ নাশের হুমকি

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় পৌরসভার ফরেস্ট গেইট এলাকায় পূর্ব শত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে।

বৃহষ্পতিবার (৬ জানুয়ারী) রাত সাড়ে আটটার দিকে জে. এ মোটরস নামের ব্যবসা প্রতিষ্টানের মালিক জাফর আহমদ বাবু বলেন, মোঃ আমির নামের একজন পেশাদার মাদক সেবী ও এলাকার চিন্হিত সন্তাসী কয়েকজন লোকজন নিয়ে রাতে আমার দোকানে হামলা ও ভাংচুর চালায়।

এবং আমাকে প্রাণ নাচের হুমকি ও দেন। পাশের দোকানের লোকজন এসে তাদের নিবৃত করবার চেষ্টা করে, তাৎক্ষণিক পুলিশ এসে পড়ায় সন্তাসীরা পালিয়ে যায়।

এবিষয়ে রামগড় থানায় সাধারণ ডায়েরি করা হয়ে এবং বাজার পরিচালনা পর্ষদ কেও অবহিত করা হয়েছে।

কোন প্রকার কারণ চাড়াই এ-ই হামলা করেছে তারা। দোকানের বহু মালামাল নষ্ট হয়েছে। চেয়ার ভাঙা হয়েছে। দোকান মালিক জাফর আহমদ বাবু জোর দাবি করেছেন যেন এ-ই হামলাকারীদের উপযুক্ত বিচার হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন