ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
রাজাপুরে ছাত্রঅধিকার পরিষদ'র ১১কর্মী পদত্যাগ

রাজাপুরে ছাত্রঅধিকার পরিষদ'র ১১কর্মী পদত্যাগ

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

নিপীড়িত ও ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রঅধিকার পরিষদের গত ১লা জানুয়ারি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে এমন অভিযোগ এনে সদ্য কমিটির সাধারণ সম্পাদকসহ ১১ জন নেতাকর্মী দলীয় স্ব-স্ব পদ থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৮ফেব্রুয়ারি) রাতে ঝালকাঠি জেলা ছাত্র অধিকার পরিষদ'র সভাপতি মো. ফয়সাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম অভি'র কাছে লিখিত এ পদত্যাগপত্র পাঠিয়েছেন।

রাজাপুর উপজেলা সাধারণ সম্পাদক মো. নাঈম হাসান ঈমন সকালে তার ফেসবুক আইডিতে পদত্যাগ ১১জনার ঘোষণা করেন। তবে সাধারণ সম্পাদক হওয়ার পরও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি কাউকে জানাননি। পদত্যাগ করা নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, র্দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও সাবেক ভিপি নুরুল হক নুর ভাইয়ের আদর্শকে ধারন করে ছাত্র অধিকার পরিষদ কর্মসূচি পালন করতে গিয়ে আমরা নেতা কর্মীরা জুলুম ও হুমকির শিকার হয়েছে। আমরা নেতা কর্মীরা এক সাথে আন্দোলন ও সংগ্রামে মাঠে রয়েছি। অথচ ত্যাগী নেতা কর্মীদের অবমূল্যায়ন করে ছাত্রঅধিকার পরিষদের গত ১লা জানুয়ারি ৩৭ সদস্যের যে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে তাতে আমরা হতবাক। আমরা এই কমিটি মানি না আমরা নতুন কমিটি চাই।

সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি থেকে যারা পদত্যাগ করলেন তারা হলেন, সাধারণ সম্পাদক মো. নাঈম হাসান ঈমন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. মুসা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কাওসার খান সাগর, মো. মুন্না হাওলাদার, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম হৃদয়, সহ-প্রচার সম্পাদক মো. শিহাব, দপ্তর সম্পাদক মো. মশিউর রহমান, সহ-দপ্তর সম্পাদক মো. শামীম হাওলাদার দীপু, শিক্ষা ও সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. মাহিন খান রোমান, সদস্য মো. শামীম আহম্মেদ মেজবা, মো. নাজমুল।

এবিষয় ঝালকাঠি জেলা ছাত্র অধিকার পরিষদ'র সভাপতি মো. ফয়সাল আহম্মেদ এর কাছে জানার জন্য তার মুঠো ফোন নাম্বারে ০১৪০০৪৩৪৪৩২ একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায় না।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন