ডার্ক মোড
Wednesday, 05 February 2025
ePaper   
Logo
রাজনীতিবিদের স্পোর্টসম্যান স্পিড থাকতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

রাজনীতিবিদের স্পোর্টসম্যান স্পিড থাকতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,‘ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আগমন হয়েছিলো ধূমকেতুর মতো। তিনি ছিলেন এক ক্ষণজম্মা মহা পুরুষ। সত্যিকারের একজন দেশপ্রেমিক। ছিলেন দুর্নীতির উর্ধে। তারমত আর কেউ আমাদের মাঝে বার বার ফিরে আসবে না। তিনি শতাব্দীর পর শতাব্দী ধরে বেঁচে থাকবেন। যেখানে যাই সেখানেই তাকে খুঁজে পাই।’

এসময় তিনি বলেন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখেই জিয়াউর রহমান গণতান্ত্রিক মানুষ। আমরা রাজনীতি করবো, প্রতিযোগিতা করবো, নির্বাচন করবো। আমরা জয়ী হবো কিন্তু পরাজয়ের জন্যও প্রস্তুত থাকবো। আমরা যেন নির্বাচন করে হারি, আমরা যেন নির্বাচন করে জয়লাভ করি। ভোটাররা যেন আমাদের জয় পরাজয় নির্ধারণ করে। আমরা যারা রাজনীতি করি তাদের স্পোর্টসম্যান স্পিড থাকতে হবে।’

তিনি আরও বলেন, স্বেরাচারি হাসিনাকে সরাতে গণতন্ত্রের জন্য কত মায়ের সন্তান প্রাণ দিয়েছে, গুম হয়েছে। কিন্ত তাদের স্বপ্ন বাস্তবায়ন ও কোন পরিবর্তনের লক্ষ্য দেখছিনা। এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে, যতদ্রæত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করা।’

রোববার বাংলাদেশ জিয়া শিশু অ্যাকাডেমির আয়োজনে বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের বেগম খালেদা জিয়া গার্লস স্কুল এন্ড কৃষি কলেজ মাঠে বাংলাদেশ জিয়া শিশু অ্যাকাডেমির মহাপরিচালক এম হুমায়ূন কবীরের সভাপতিত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে অনূর্ধ্ব-১৪ বালিকাদের ফুটবল ও ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।

এ সময় গয়েশ^র চন্দ্র রায় আরও বলেন, আমরা যদি আমাদের নিজস্ব সংস্কৃতির চর্চা না করি তাহলে অদূর ভবিষ্যতে আমরা বিশ্বের দরবার থেকে ছিটকে পড়তে বাধ্য। শেষে তিনি এতিমখানার এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, বেতাগী উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ূন কবির মল্লিক, বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হোসেন শাহীন, হাবীবুল্লাহ বাহার ইউনিভাসির্টি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া, বেতাগী উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক আব্দুস সালাম সিদ্দিকীসহ এসময় জেলা ও উপজেলা সহ রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

বিজয়ীদের মাঝে শাপলা কুঁড়ি ২০২৫ ফাইনাল ট্রফি বিতরণের পাশাপাশি রাতে বরেণ্য শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শফি মন্ডল, ইভান শাহরিয়ার সোহাগ, রাখসার রহমান, নাবিলা, মৌমিতা বড়–য়া, বাঁধন সরকার পুঁজা প্রমুখ।

এর আগে গত ১৬ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার মোকামিয়া ইউনিয়নের বেগম খালেদা জিয়া গার্লস স্কুল এন্ড কৃষি কলেজ মাঠে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো: বশির গাজী অনূর্ধ্ব-১৪ বালিকাদের ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট ‘শাপলা কুঁড়ি ট্রফি-২০২৫‘র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বাংলাদেশ জিয়া শিশু অ্যাকাডেমির আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন, জিয়া শিশু অ্যাকাডেমির মহাপরিচালক এম হুমায়ূন কবীর।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন