ডার্ক মোড
Friday, 27 December 2024
ePaper   
Logo
রাজনগরে প্রিজাইডিংসহ ২জন গ্রেফতার

রাজনগরে প্রিজাইডিংসহ ২জন গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি

রাজনগর উপজেলার ৭নং কামারচাক ইউনিয়নের ৫৯নং পঞ্চন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিংসহ চার জনের বিরুদ্ধে মামলা হয়। এ ঘটনায় ২ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ২২ মে বুধবার রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার সুপ্রভাত চাকমা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন। জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি ভাবে বহিরাগতদের ভোটদানে সহযোগিতা। দায়িত্ব পালনে অবহেলা নির্বাচনে অন্যায় প্রভাব প্রয়োগ করার অভিযোগ রয়েছে।

অভিযুক্তরা হলেন, প্রিজাইডিং অফিসার আকাশ দাস, সহকারি প্রিজাইডিং অফিসার মোঃ জাকির হোসেন, পোলিং জাকির আহমদ ও আছমা বেগম। রাজনগর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বাদী হয়ে নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ২১মে বুধবার রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান শাহজাহান খাঁন কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী রওনক আহমেদ অপু পেয়েছেন ২৪ হাজার ০৩ ভোট।

এ ছাড়া ভাইস-চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি ২৩ হাজার ৬৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীকের প্রার্থী মহিম দে মধু পেয়েছেন ১৭ হাজার ৩৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে ৩৪ হাজার ৯৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সুমাইয়া সুমি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী কলস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৫১৫ ভোট।

জানা গেছে, ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত রাজনগর উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৮৭ হাজার ৫৫২। এরমধ্যে পুরষ ভোটার ৯৬ হাজার ১৪৯ এবং নারী ভোটার ৯১ হাজার ৪০৩ জন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন