রাজধানীসহ আশপাশের এলাকা থেকে গুলিবিদ্ধ ১২ জন ঢামেকে
নিজস্ব প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ কর্মসূচিতে সংঘর্ষে রাজধানীসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ১২ জন গুলিবিদ্ধসহ আহত অন্তত ১৬ জন।
রোববার (৪ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
আহতরা হলেন, শাহবাগ থেকে গুলিবিদ্ধ মাহিন (২৫), হাসিবুর রহমান (৩০), সুভাষ (২৪), রিমন (৩২), সেলিম (৪০), নয়াবাজার থেকে ইলেকট্রিক ব্যবসায়ী নিজাম (২২), আলু বাজার থেকে কাচের টুকরা পায়ে ঢুকে আকাশ (২১), মুন্সিগঞ্জ সদর থেকে গুলিবিদ্ধ মুরাদ হোসেন দ্বিপ (১৭), মঞ্জিল (৪০), শনি আখড়া কাজলা থেকে গুলিবিদ্ধ সাব্বির (১৮), যাত্রাবাড়ীর কাজলা থেকে গুলিবিদ্ধ জামিল (৪০), পালাতে গিয়ে পড়ে আহত শ্রমিক মাহিন (২১), আলু বাজারে গুলিবিদ্ধ শ্রমিক সাইফুল (৩০), মুন্সিগঞ্জ সদর থেকে গুলিবিদ্ধ দ্বাদশ শ্রেণির ছাত্র আলামিন (২১), পিজি হাসপাতালের সামনে ইটের আঘাতে আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানভীর রহমান (২০), পল্টনে ইটের আঘাতে আহত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আল শাহরিয়ার আবির (২৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি বলেন, রাজধানীর শাহবাগ যাত্রাবাড়ি শনির আখরা, বংশাল, মুন্সীগঞ্জসহ আশপাশের বেশ কয়েকটি এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় ১২ জনসহ আহত হয়েছেন অন্তত ১৬ জন। আহতদের জরুরি বিভাগের চিকিৎসা চলছে। এছাড়া আহত অবস্থায় এবং গুলিবিদ্ধ অবস্থায় এখন পর্যন্ত রোগীর আশা চলমান রয়েছে।