ডার্ক মোড
Thursday, 23 January 2025
ePaper   
Logo
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি

রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মালিকানাধীন ৩টি পার্কের উন্নয়নে নিয়োগকৃত ভেন্ডার কর্তৃক বিভিন্ন অনিয়ম ও চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তদন্ত করবে সংস্থাটি। যে কারণে ইতোমধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে তদন্ত কমিটির অনুমোদন দিয়েছেন।

পার্ক তিনটি হলো— শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক (সাবেক গুলশান সেন্ট্রাল পার্ক), বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক এবং শহীদ যায়ান চৌধুরী স্মৃতি পার্ক (বনানী চেয়ারম্যান বাড়ি)।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, পার্ক তিনটিতে নিয়োগকৃত ভেন্ডার কর্তৃক বিভিন্ন অনিয়ম ও চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। পাশাপাশি পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) কর্তৃক দাখিল করা পত্র পর্যালোচনা করে সরেজমিনে তদন্তের পর প্রতিবেদন দাখিলের জন্য কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, এ কমিটির কার্যপরিধিতে রয়েছে, পার্কগুলোর ভেন্ডার নিয়োগের লক্ষ্যে ডিএনসিসির সহিত সম্পাদিত চুক্তিপত্রে উল্লেখিত শর্তাবলি প্রতিপালনের বিষয়ে সরেজমিনে পরিদর্শন করব মতামত, প্রতিবেদন দাখিল করবে। এছাড়া অঞ্চল ৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, সম্পত্তি কর্মকর্তা এ কমিটিকে সার্বিক সহযোগিতা প্রদান করবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গঠিত এ কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেনেজ সার্কেল) মোহাম্মদ আরিফুর রহমানকে এবং পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান খানকে। এছাড়া কমিটর সদস্য হিসেবে রয়েছেন ডিএনসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন