ডার্ক মোড
Sunday, 27 April 2025
ePaper   
Logo
রাউজানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রাউজানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে রাউজান উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে রাউজান সরকারি আর আর এ সি মডেল হাইস্কুলের মাঠে পুলিশ, আনচার, স্কাউট, গালর্স গাইডের সদস্যরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অংছিং মারমা, ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।পরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। একদিকে রাউজান উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মহান ২৬শে মার্চ, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে র‍্যালী ও মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার সকালে রাউজান মুন্সিরঘাটাস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জুর নেতৃত্বে র‍্যালী বের করা হয়। এছাড়াও ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নোয়াজিষপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন উদ্যোগে অদুদিয়া উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ কালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক অর্থ সাম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, বিএনপি নেতা মোওলানা দিদারুল আলম ওয়াহেদী, মামুর রশিদ চৌধুরী, এরশাদ, আবুল কাশেম, কাউছার,মোহাম্মদ বাঁচা, তৌহিদুল আলম, আরশাদ, রাউজান উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ফরিদ উদ্দিন, নোয়াজিষপুর ইউনিয়ন যুবদল নেতা শাহাবুদ্দীন, আইয়ুব, সিরাজ, ফয়সাল প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন