ডার্ক মোড
Tuesday, 21 May 2024
ePaper   
Logo
মৌলভীবাজার-৪ আসনে সপ্তমবারে মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন আব্দুস শহীদ

মৌলভীবাজার-৪ আসনে সপ্তমবারে মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন আব্দুস শহীদ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

দ্বাদশ সংসদ নির্বাচনে প্রাথমিক ফলাফলে মৌলভীবাজার-৪ আসনে সপ্তম বারের মতো বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী, টানা ছয়বারের এমপি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ বিপুল ভোট পেয়ে বেসরকারিভাবে সপ্তম বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) রাত ৮টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকতা ড. ঊর্মি বিনতে সালাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার ৪-আসনে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) মোট ১৬০টি ভোট কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে মোঃ আব্দুস শহীদ নৌকা প্রতিকে সর্বমোট ২ লক্ষ ১২ হাজার ৪৯১ টি ভোট পেয়ে টানা সাত বারের এমপি হওয়ার রেকর্ড গড়েছেন।

তিনি শ্রীমঙ্গল উপজেলায় ৮৭টি কেন্দ্রে ১ লক্ষ ৩ হাজার ৯৩০ টি ভোট এবংকমলগঞ্জ উপজেলায় ৭৩টি কেন্দ্রে পেয়েছেন ১ লক্ষ ৮ হাজার ৫৬১টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি বাংলাদেশ ইসলামি ফ্রন্টের আব্দুল মুহিত হাসানি মোম বাতি প্রতিকে পেয়েছেন ৫ হাজার ৩৯০ এবং ইসলামি ঐক্যজোটের প্রার্থী মিনার প্রতিকের আনোয়ার হোসেন ৫ হাজার ৬৮টি ভোট। সর্বমোট বৈধ ভোট দুই লক্ষ ২২ হাজার ৯৫৯টি। বাতিল ভোট ৪ হাজার ৭০টি।

মৌলভীবাজার-৪ আসনে মোট ৪ লক্ষ ৫৯ হাজার ১০১ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৩১ হাজার ৩০৮ ও মহিলা ভোটার ২ লক্ষ ২৭ হাজার ৭৯২ ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন