ডার্ক মোড
Monday, 12 May 2025
ePaper   
Logo
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী নাইমেরখুনীদের শাস্তির দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী নাইমেরখুনীদের শাস্তির দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার সরকারি কলেজের ডিগ্রি (পাস) ১ম বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম নাইমের নৃশংস হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা।

সোমবার ( ১৩ নভেম্বর) সকাল ১০সাড়ে টায় কলেজ ক্যাম্পাসের মুল গেইটে এ কর্মসুচি পালন করে শিক্ষার্থীরা।

প্রতিবাদ সমাবেশে বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে এবং নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজিব সূত্রধর, শাহরুখ ইসলাম, রেদোয়ান হোসেন সোহান, ওয়াজেদুর রহমান সহ মৌলভীবাজার সরকারি কলেজের অন্যান্য শিক্ষার্থীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রেজাউল করিম নাইমের ছোট ভাই রেজওয়ান করিম নাদিম। শিক্ষার্থীরা নাইম হত্যাকারীরা বিচারের দীর্ঘসূত্রিতায় যেন কোন অবস্থায় রেহাই না পায় এবং আর যাতে কোন শিক্ষার্থী এরকম নৃশংস হত্যার শিকার না হয় সেই দাবি রাখেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন