ডার্ক মোড
Thursday, 12 September 2024
ePaper   
Logo
মৌলভীবাজারের সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ

মৌলভীবাজারের সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ করছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ আগষ্ট) সকাল থেকে মৌলভীবাজার শহরের চৌমুহানা চত্বর, কোসুমবাগ মোড়, বেড়িরপাড় মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশ সদস্যদের কাজ করতে দেখা গেছে।

এদিকে বিএনসিসি, রোভার স্কাউট, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাসহ স্বেচ্ছাসেবীরা ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে কাজ করছে। এতে স্বস্তি নেমেছে জেলার সাধারণ মানুষের মাঝে।

এ বিষয়ে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মন্জুর রহমান পিপিএম বার জানান, কর্মবিরতি প্রত্যাহারের পর থেকেই জেলা সদরসহ সর্বত্র দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশের সদস্যরা। তাদের সঙ্গে কাজ করছেন শিক্ষার্থীরাও। এতে অনেকটাই শৃঙ্খলা মেনে যান চলাচল করছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন