ডার্ক মোড
Thursday, 26 December 2024
ePaper   
Logo
মোজাম্বিকে লুটপাটে নিঃস্ব হাজারো বাংলাদেশি, চাইলেন সহ‌যো‌গিতা

মোজাম্বিকে লুটপাটে নিঃস্ব হাজারো বাংলাদেশি, চাইলেন সহ‌যো‌গিতা

নিজস্ব প্রতিবেদক

আফ্রিকার পূর্বাঞ্চলের দেশ মোজাম্বিকে প্রেসিডেন্ট নির্বাচন ও ফলাফল নিয়ে সহিংসতায় দেশটিতে নৈরাজ্য দেখা দিয়েছে। চলমান নৈরাজ্যের কারণে সেখানে ব্যবসাসহ বিভিন্ন কারণে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। জানমাল রক্ষায় তারা অন্তর্বর্তী সরকারের সাহায্য চেয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) মোজাম্বিক প্রবাসী মোহাম্মাদ সাইদুর রহমান এক ভিডিও বার্তায় সরকারের কাছে সহযোগিতা কামনা করেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। মোজাম্বিকের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রবাসীরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছি। সরকারি ও বিরোধী দলের সংঘর্ষের মধ্যে পড়ে গেছি আমরা। এখানে প্রায় ১০ হাজার বাংলাদেশি বসবাস করে। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, মিল ফ্যাক্টরি সব কিছু হামলার শিকার হয়েছে। আমরা এখন রাস্তার মধ্যে মানবেতর জীবনযাপন করছি।

বার্তায় তিনি আরও বলেন, আমরা এখন বিভিন্ন থানায় অবস্থান নিয়েছি। যেহেতু এখানে বাংলাদেশি দূতাবাস টাইপ কিছু নেই, তাই অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমে জাতিসংঘের হস্তক্ষেপের মাধ্যমে আমরা এর সমাধান চাই।

আরেক প্রবাসী নিজাম উদ্দীন বলেন, এখানে আমরা অসহায় হয়ে পড়েছি। একটা প্রদেশে ৯০ শতাংশের বেশি দোকানপাট লুটপাটের শিকার হয়েছে। আমরা খুব অসহায় হয়ে পড়েছি। এ পরিস্থিতি থেকে রেহাই পেতে ড. মুহাম্মদ ইউনূস সরকারের কাছে সাহায্য চাই। ছাত্র সমন্বয়কসহ সবাই যেন উদ্যোগ নিয়ে আমাদের সহায়তায় এগিয়ে আসেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন