ডার্ক মোড
Wednesday, 05 February 2025
ePaper   
Logo
মেক্সিকোর ওপর শুল্ক আরোপ এক মাস স্থগিত করলেন ট্রাম্প

মেক্সিকোর ওপর শুল্ক আরোপ এক মাস স্থগিত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মেক্সিকো, কানাডার ওপর ২৫ শতাংশ ও চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে গতকাল রোববার নির্বাহী আদেশ জারি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম মাইক্রো ব্লগিং সাইট এক্সে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) জানিয়েছেন, ট্রাম্প এক সপ্তাহের জন্য তাদের পণ্যের ওপর শুল্ক আরোপ স্থগিত করেছেন। পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ক্লাউডিয়া।

তিনি বলেছেন, ট্রাম্পের সঙ্গে তার ‘ভালো আলোচনা’ হয়েছে। এরপরই তিন শুল্ক আরোপ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।

তবে এক্ষেত্রে ট্রাম্প শর্ত দিয়েছেন, মেক্সিকোকে সীমান্তে তৎপরতা বৃদ্ধি করতে হবে যেন অবৈধ মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে। সেই শর্ত অনুযায়ী সীমান্তে ন্যাশনাল গার্ডের ১০ হাজার সেনাকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করবে মেক্সিকো।

এই সেনারা বিশেষ করে নজর দেবেন ফেনটানেল নামের একটি মাদকের ওপর। যেটি নিয়েই ট্রাম্প সবচেয়ে বেশি চিন্তিত।

অপরদিকে ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্টকে প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের এখান থেকে মেক্সিকোতে যেন অবৈধ অস্ত্র প্রবেশ না করে সেদিকে নজর রাখবেন তিনি।

মেক্সিকোর ওপর এক মাসের জন্য শুল্ক আরোপ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প নিজেও। তিনি তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথে জানিয়েছেন, মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তারা মেক্সিকোর কর্মকর্তাদের সঙ্গে কয়েকদিনের মধ্যে কথা বলবেন। তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হবে।

এছাড়া এই শুল্ক নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথেও কথা বলেছেন ট্রাম্প। কানাডার ওপর তিনি শুল্ক আরোপ স্থগিত করেছেন কি না সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। তবে ট্রাম্প জানিয়েছেন, তিনি ট্রুডোর সঙ্গে আজই আবার কথা বলবেন।

সূত্র: বিবিসি

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন