ডার্ক মোড
Wednesday, 05 February 2025
ePaper   
Logo
ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র

ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

নথিবিহীন ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে ওয়াশিংটন। মার্কিন সেনাবাহিনীর একটি সি-১৭ উড়োজাহাজ বেশ কয়েক জন ভারতীয়কে নিয়ে রওনা যুক্তরাষ্ট্রের ভূখণ্ড থেকে ভারতের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইনপ্রয়োগকারী সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) কর্মকর্তারা বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন এ তথ্য। তবে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য থেকে উড়োজাহাজটি ছেড়েছে, ভারতের কোথায় সেটি অবতরণ করবে এবং উড়োজাহাজটিতে কতজন ভারতীয় রয়েছেন— এসব প্রশ্নের কোনো উত্তর এখনও পাওয়া যায়নি, তবে আইসিই কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টারও বেশি সময় পর ভারতের ভূখণ্ড স্পর্শ করবে বিমানটি।

কর্মকর্তারা প্রাথমিকভাবে ১৮ হাজার ভারতীয় নথিবিহীন অভিবাসীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদেরই প্রথম ব্যাচটিকে তোলা হয়েছে বিমানে।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের সময় রিপাবলিকান দলের প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন— ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসীমুক্ত করবেন। নির্বাচনে জয়ী হওয়ার পর সাংবিধানিক বিধি মেনে গত ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেন ট্রাম্প এবং সে দিন বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। সেসবের মধ্যে ‘আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান’ নামের একটি আদেশও ছিল।

ট্রাম্প সেই আদেশে স্বাক্ষরের পর থেকে নথিবিহীন অধিবাসীদের ধরতে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয়েছে অভিযান।

বিপুল সংখ্যক ভারতীয় অভিবাসী বসবাস করেন যুক্তরাষ্ট্রে। দেশটির দল নিরপেক্ষ শীর্ষস্থানীয় থিঙ্কট্যাংক সংস্থা পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছেন মেক্সিকানরা তারপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন এল সালভাদর ও ভারত থেকে যাওয়া লোকজন।

এই ভারতীয়দের মধ্যে বৈধ-অবৈধ উভয় ধরনের অভিবাসী রয়েছে। পিউ রিসার্চ সেন্টারের তথ্য বলছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন প্রায় ৭ লাখ ২৫ হাজার নথিবিহীন ভারতীয় অভিবাসী।

নথিবিহীন অভিবাসীদের ধরতে যুক্তরাষ্ট্রে অভিযান শুরুর পর গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেছিলেন, যেসব ভারতীয় বৈধ অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, তাদের গ্রহণ করতে ভারত প্রস্তুত।

আইসিই’র কর্মকর্তারা জানিয়েছেন, চলমান এ অভিযানে বিভিন্ন দেশের অন্তত ১৫ লাখ অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন।

সূত্র : ইন্ডিয়া টিভি, রয়টার্স

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন