ডার্ক মোড
Monday, 12 May 2025
ePaper   
Logo
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাংবাদিক এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল আর নেই

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাংবাদিক এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল আর নেই

মৌলভীবাজার প্রতিনিধি

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক ও মৌলভীবাজার জেলা বারের সিনিয়র আইনজীবি এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল (৬৮) আর নেই। রোববার ১২নভেম্বর দিবাগত রাত ১২টা ৫৩ মিনিটের সময় মৌলভীবাজার শহরের লাইফ লাইন হসপিটালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, অসংখ্যা আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার সকাল ১০ টার দিকে মৌলভীবাজার সৈয়ারপুরস্থ স্থানীয় শ্মশান ঘাটে তাঁহার শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল গৌরবাণী নামের মাসিক একটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন এবং তিনি রাজনৈতিক দল গণফোর মের সাথে যুক্ত ছিলেন। তিনি মৌলভীবাজার জজ কোর্টের বিজ্ঞ পিপি এডভোকেট রাধা পদ দেব সজলেরর বড় ভাই।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন