ডার্ক মোড
Friday, 27 December 2024
ePaper   
Logo
মালবাহী বাণিজ্যিক জাহাজ চলাচল আগ্রহী বাংলাদেশ-মালদ্বীপ

মালবাহী বাণিজ্যিক জাহাজ চলাচল আগ্রহী বাংলাদেশ-মালদ্বীপ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে মালবাহী বাণিজ্যিক জাহাজ চলাচলে একসঙ্গে কাজ করার বিষয়ে উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেছে ঢাকা-মালে।

সোমবার (২২ আগস্ট) মালদ্বীপের ট্রান্সপোর্ট ও সিভিল এভিয়েশন মন্ত্রী আয়শাথ নাহুলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। এ সময় তারা এমন আশাবাদ ব্যক্ত করেন।

মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এক ক্ষুদে বার্তায় জানায়, মালদ্বীপের ট্রান্সপোর্ট ও সিভিল এভিয়েশন মন্ত্রী আয়শাথ নাহুলার সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন হাইকমিশনার।

তারা উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারকরণ ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। উভয় দেশের মধ্যে মালবাহী বাণিজ্যিক জাহাজ চলাচলের উদ্যোগ গ্রহণের বিষয়ে তারা একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন