ডার্ক মোড
Tuesday, 01 July 2025
ePaper   
Logo
ভোলায় ইঞ্জিন বিকল হয়ে মেঘনায় ভাসতে থাকা অর্ধশতাধিক যাত্রী উদ্ধার

ভোলায় ইঞ্জিন বিকল হয়ে মেঘনায় ভাসতে থাকা অর্ধশতাধিক যাত্রী উদ্ধার

ভোলা প্রতিনিধি

ভোলার মেঘনা নদীতে শুক্রবার  অবৈধভাবে যাত্রী পারাপারের সময় মাঝ নদীতে একটি ট্রলার বিকল হয়ে পড়ে। অবশেষে মেঘনা নদীর মাঝের চরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ট্রলার থেকে মাঝিসহ ৬২ জন ঈদে বাড়ি ফেরা যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এতে করে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তারা।

শুক্রবার (৬ জুন) দুপুরে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এই তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।

সংবাদ বিজ্ঞপ্তাতে বলা হয়, সকাল ১০টায় ভোলার সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মাঝের চর এলাকায় লক্ষ্মীপুর থেকে ভোলার ইলিশা লঞ্চঘাটে যাওয়ার পথে একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ৬০ জন যাত্রীসহ নদীতে ভাসতে থাকে।

এসময় ট্রলারে থাকা একজন যাত্রী কোস্টগার্ডকে অবগত করে। খবর পেয়ে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ৬০ জন যাত্রী ও দুইজন মাঝিসহ সর্বমোট ৬২ জনকে উদ্ধার করে বোটে করে নিরাপদে ইলিশা লঞ্চঘাটে পৌঁছে দেয়।

এদিকে অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে ট্রলার ও মাঝিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে ইলিশা নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এছাড়াও আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রী সাধারণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ড নিয়োজিত রয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন