ডার্ক মোড
Friday, 10 January 2025
ePaper   
Logo
ভেদরগঞ্জে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ

ভেদরগঞ্জে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি

শরিয়তপুরের ভেদরগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় ০৯ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাগলা কর্তৃক শরিয়তপুরের সখিপুর থানাধীন ভেদরগঞ্জ এলাকায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে সর্বমোট ৬৭০ জন অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।
তিনি আরও বলেন, উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে নেতৃত্ব দিয়েছেন সার্জন লেঃ কমান্ডার আহামেদ রিফাত তাহমিদ, এএমসি এবং সার্জন লেঃ জান্নাতুল ফেরদৌস, এএমসি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন