জীবন আলো ফাউন্ডেশনের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠিত
আবু বকর ছিদ্দিক, সোনাইমুড়ী (নোয়াখালী)
নোয়াখালীর সোনাইমুড়ীতে জীবন আলো ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষার বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুরে জীবন আলো টিচিং হোমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে সনদ ও নগদ অর্থ প্রদান করেন অতিথিবৃন্দুরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভদ্রগাঁও ইসলামিয়া কাওমি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতী ইব্রাহীম।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ডেন্টিস্ট মাহমুদুল হাসান রাশেদের সভাপতিত্বে এবং অর্থ ও শিক্ষা বিষয়ক সম্পাদক মহিন উদ্দিন সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নূরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশের উপদেষ্টা মাওলানা আমিনুল হক, সোনাইমুড়ী থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল করিম, সেক্রেটারী মাওলানা নুরুল আমিন, সংগঠনের উপদেষ্টা সামসুদ্দোহা মাহমুদ, সমাজ সেবক মাওলানা মুহাম্মদ মুনির হোসাইন, আলী আকবর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিন উদ্দিন, উম্মে কুলসুম (রাঃ) মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মনির উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখে দপ্তর ও প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম জিতু।
জীবন আলো ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন এটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে সংগঠনটি শিক্ষা উপকরণ বিতরণ, চিকিৎসা সহায়তা, গৃহ নির্মাণ, খাদ্য সামগ্রী বিতরণ, রক্তদান, মাদক বিরোধী প্রচারণা সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে আসছে।