ডার্ক মোড
Thursday, 26 December 2024
ePaper   
Logo
ভূরুঙ্গামারীতে মাওলানা ভাসানীর জীবনাদর্শের ওপর আলোচনা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে মাওলানা ভাসানীর জীবনাদর্শের ওপর আলোচনা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্নায়ুচাপ নিয়ন্ত্রণ সচেতনতা বিষয়ক সেমিনার ও মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনাদর্শের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামে মওলানা ভাসানী পল্লীতে এই সেমিনার অনুষ্ঠিত হয়। রংপুর রোটারি ক্লাব ‘রোগ প্রতিরোধ ও চিকিৎসা মাস উদযাপন’ উপলক্ষ্যে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারের মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি নামক সংগঠনের দেড় শতাধিক সদস্য অংশ গ্রহণ করেন।

বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন সেমিনারে স্নায়ু চাপ নিয়ন্ত্রণে রাখার দিকনির্দেশনামুলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি সংগঠনের সদস্যদের স্নায়ু চাপ মুক্ত রাখার লক্ষ্যে মিলন মেলা, ক্রীড়া প্রতিযোগিতা ও মজলুম জননেতা মওলানা ভাসানীর জীবনাদর্শের ওপর উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়। উপজেলার ১০টি ইউনিয়নের মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি সংগঠনের সদস‍্যরা মাওলা ভাসানীর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন।

এছাড়া মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি নামক সংগঠনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজের উদ্বোধন করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন