ডার্ক মোড
Tuesday, 25 March 2025
ePaper   
Logo
ভাষা শহীদদের প্রতি ইউজিসি’র শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি ইউজিসি’র শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের নেতৃত্বে কমিশনের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা শহীদ মিনারে ফুল দেন।

এ সময় ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. মো. আবু তাহের, অধ্যাপক ড. হাসিনা খান, সচিব ড. ফেরদৌস জামান, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, জেনারেল সার্ভিসেস, এস্টেট এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহম্মদ জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

এছাড়া, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. গোলাম দস্তগীর, কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক শাহাদৎ হোসেন খানসহ কমিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং অ্যাসোসিয়েশন ও ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন