ডার্ক মোড
Sunday, 11 May 2025
ePaper   
Logo
ভার্জিনিয়ায় মায়ের জন্মদিন উদযাপন করেছেন সজীব ওয়াজেদ

ভার্জিনিয়ায় মায়ের জন্মদিন উদযাপন করেছেন সজীব ওয়াজেদ

যুক্তরাষ্ট্র ব্যুরো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় নৈশভোজের আয়োজনের মাধ্যমে ভার্জিনিয়ায় মায়ের জন্মদিন উদযাপন করেছেন।

জয় তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন ‘ভার্জিনিয়ায় আমার গল্ফ ক্লাবে পরিবারের সাথে মায়ের জন্মদিনের ডিনার’। ছবিতে শেখ হাসিনা, জয়সহ আরও তিন আত্মীয়কে দেখা যাচ্ছে।

নিউইয়র্কে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে শেখ হাসিনা এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। ইউএনজিএ-তে যোগ দেওয়ার পর তিনি ওয়াশিংটন ডিসিতে যান।

জয়ের ছবি দেখা যায়, প্রধানমন্ত্রী ভার্জিনিয়ায় তাঁর ছেলেকে অনাড়ম্বরভাবে তাঁর জন্মদিন উদযাপন করার অনুমতি দিয়েছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের পাঁচ সন্তানের মধ্যে সবচেয়ে বড় শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

 

ভার্জিনিয়ায় মায়ের জন্মদিন উদযাপন করেছেন সজীব ওয়াজেদ

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন