ডার্ক মোড
Saturday, 15 March 2025
ePaper   
Logo
কমিউনিটি অপ-এড অপরাধীদের অবৈধ অস্ত্র পুনরুদ্ধার করাই আমাদের লক্ষ্য

কমিউনিটি অপ-এড অপরাধীদের অবৈধ অস্ত্র পুনরুদ্ধার করাই আমাদের লক্ষ্য

যুক্তরাষ্ট্র ব্যুরো

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস গত সোমবার কমিউনিটি অপ-এডে লিখেছেন, প্রথম দিন থেকেই জননিরাপত্তা আমাদের প্রশাসনের নর্থ স্টার। আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে নিরাপদ রাস্তা, নিরাপদ পাতাল রেল এবং নিউইয়র্কের সকল পরিবারের জন্য একটি নিরাপদ শহর তৈরি করা। আমাদের কৌশলের একটি অংশ হলো বিভিন্ন সড়ক এবং অপরাধীদের হাত থেকে অবৈধ অস্ত্রগুলো আরও ক্ষতি করার আগে সরিয়ে ফেলা।

এই বছরের শুরু থেকে এনওয়াইপিডি ইতিমধ্যে রাস্তা থেকে এক হাজারেরও বেশি অবৈধ অস্ত্র সরাতে আমাদের সহায়তা করেছে। এই এক হাজার অস্ত্র এখন আমাদের পাড়ামহল্লা, আমাদের পরিবার বা আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য আর হুমকি নয়। আমরা দায়িত্ব গ্রহণের পর এই এক হাজার অস্ত্রসহ শহরের রাস্তা থেকে উদ্ধার করা অবৈধ বন্দুকের মোট সংখ্যা ২০ হাজার ৭০০ হলো।

এই অবৈধ অস্ত্র অপসারণের ফলে ২০২৪ সালের তুলনায় ১৪.৫ শতাংশ শুটিং হ্রাস পেয়েছে এবং আমাদের শহরের ইতিহাসের সর্বনিম্ন পয়েন্টে পৌঁছেছে, অসংখ্য জীবন বাঁচিয়েছে। প্রকৃতপক্ষে টানা তিন বছর ধরে শহরজুড়ে গোলাগুলি ও হত্যাকাণ্ডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আমাদের সন্তান, কমিউনিটি ও ভবিষ্যৎ সুরক্ষার জন্য বিভিন্ন সড়ক ও শহরের বাইরে থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা গুরুত্বপূর্ণ।

এছাড়াও রাতের শিফটসহ শহরের পাতাল রেল প্ল্যাটফর্ম এবং ট্রেনগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক অফিসার মোতায়েনের পর ট্রানজিট অপরাধ বছরে ২৭.৯ শতাংশ হ্রাস পেয়েছে। আর বছরের শুরু থেকে নিউইয়র্ক সিটির পাবলিক হাউজিং ডেভেলপমেন্টেও অপরাধ কমেছে ১২ দশমিক ৭ শতাংশ। জোন-ভিত্তিক পুলিশিং, অপরাধপ্রবণ হট-স্পটগুলোতে অফিসার মোতায়েন এবং সাবওয়ে সুরক্ষা পরিকল্পনায় অতিরিক্ত অফিসার সংযোজন করায় এই উল্লেখযোগ্য ফলাফল পাওয়া যায়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রথম সাবওয়ে সুরক্ষা পরিকল্পনা বাস্তবায়িত হয়।

আমরা মাটির উপরে এবং আমাদের ট্রানজিট সিস্টেমজুড়ে উচ্চ-অপরাধপ্রবণ এলাকাগুলোতে এনওয়াইপিডির টহল অব্যাহত রাখতে যাচ্ছি। তবে আমরা জানি যে বন্দুক সহিংসতা শেষ করার জন্য প্রয়োগের চেয়ে আরও বেশি কিছু প্রয়োজন। এর জন্য প্রয়োজন নজরদারি ও বিনিয়োগ। আমরা আরও খেলার মাঠ এবং কমিউনিটি সেন্টার খোলার মাধ্যমে তরুণদের বন্দুক সহিংসতা থেকে দূরে নিরাপদ জায়গা নিশ্চিত করতে যাচ্ছি। আমরা আমাদের স্কুল, সড়ক এবং পাতাল রেল সুরক্ষায় বিনিয়োগ চালিয়ে যাব। এসব কাজের ফলে টানা তৃতীয় মাসের মতো শহরে সাতটি প্রধান অপরাধ বিভাগের মধ্যে ছয়টিতে সামগ্রিক অপরাধ দুই ডিজিট হ্রাস পেয়েছে। তিন বছর আগে আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে গোলাগুলি ও হত্যাকাণ্ড উল্লেখযোগ্য হারে অর্থাৎ ৪২ দশমিক ২ শতাংশ এবং ২২ দশমিক ৭ শতাংশ কমেছে।

এছাড়াও আমাদের নেইবারহুড সেফটি টিম, পাবলিক সেফটি টিম এবং কমিউনিটি রেসপন্স টিমগুলোকে ধন্যবাদ যে তারা যথাযথ স্থানে দায়িত্ব পালন করেছে। নিউইয়র্কবাসীরা কেবল সংখ্যা হ্রাস পেতে দেখেন না - তারা পার্থক্যটিও অনুভব করতে পারেন।

এটা পরিষ্কার: আমাদের জননিরাপত্তা কৌশল কাজ করছে। কিন্তু আমরা এসব অর্জন নিয়ে বসে থাকব না। আমাদের অগ্রাধিকার একই থাকবে: নিউইয়র্কবাসীদের নিরাপদ রাখা এবং বন্দুক সহিংসতা ও অবৈধ আগ্নেয়াস্ত্র মোকাবেলা অব্যাহত রাখা। আমরা আরও বেশি অফিসার, আরও নিরাপত্তা এবং আরও ফলাফলের জন্য চাপ অব্যাহত রাখব।

আমাদের বন্দুক সহিংসতা নির্মূলের প্রতি দৃঢ় মনোযোগ এবং নিউইয়র্কের সাহসী পুরুষ ও নারীদের কঠোর পরিশ্রমের কারণে, নিউইয়র্ক সিটি আমেরিকার সবচেয়ে নিরাপদ বড় শহর হিসেবে অব্যাহত রয়েছে। আমরা কাজ করতেই থাকব যতক্ষণ না আমরা একটি পরিবার গড়ার জন্য সেরা স্থান হয়ে উঠি।’

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন