ডার্ক মোড
Thursday, 23 January 2025
ePaper   
Logo
বড়াইগ্রামে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

বড়াইগ্রামে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৬তম বিজ্ঞান মেলা) শুরু হয়।

বুধবার সকাল ১০টায় উপজেলা চত্ত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুসনেয়ারা খাতুন, শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ, বাংলাদেশ প্রেসক্লাবের উপজেলা সহ সভাপতি ওসমান গণি সোহাগ, সাধারণ সম্পাদক সুরুজ আলী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত বিজ্ঞান মেলার পাশাপাশি ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মেলায় ২০টি স্টল রয়েছে। মেলা শেষ হবে বুধবার বিকাল ৫টায়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন