ডার্ক মোড
Sunday, 31 August 2025
ePaper   
Logo
ব্রুকলীন পাওয়ার ১০০এ শাহানা

ব্রুকলীন পাওয়ার ১০০এ শাহানা

যুক্তরাষ্ট্র ব্যুরো

ব্রুকলীন হচ্ছে নিউইয়র্ক সিটির পাঁচ বরোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাওয়ার হাউজ। নিউইয়র্ক স্টেটের সবচেয়ে ক্ষমতাধর এবং ডাকসাইটে নেতাদের জন্ম বা বসবাস এই বরোতে। যেমন সিনেটে মাইনোরিটি লিডার চাক শুমার, হাউজে মাইনোরিটি লিডার হাকিম জেফরি, স্টেট এটর্নি জেনারেল লেটিশিয়া জেমস, মেয়র এরিক এডামস, সাবেক মেয়র বিল ডি ব্লাজিও, সিটির পাবলিক এডভোকেট জুমানি উইলিয়ামস, কংগ্রেস সদস্য নিকোল মেলিওটাকিস, সিটি কম্পট্রলার ব্র্যাড ল্যান্ডার, কংগ্রেস সদস্য নিডিয়া ভেলাজকুয়েজ, ড্যান গোল্ডম্যান, ইভেট ক্লার্ক প্রমুখ। এদের মধ্যে ঠাঁই করে নিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভুত সিটি কাউন্সিল সদস্য শাহানা হানিফ।

শাহানা হানিফের জন্ম ব্রুকলীনে, বেড়ে উঠেছেন সেখানেই। এবং কলেজেও গেছেন সেখানকারই ব্রুকলীন কলেজে। তিনি ২০২১ সালে প্রথমবার কাউন্সিল সদস্য নির্বাচিত হন। এ বছর ২৪ জুন প্রাইমারিতে তিনি মনোনয়ন পেলেন পুনর্নির্বাচনের জন্য। তিনি সিটি কাউন্সিলের প্রগ্রেসিভ ককাসের কো—চেয়ার। তিনি ব্রুকলীন পাওয়ার হানড্রেডের এর ২১ নম্বরে অবস্থান পেয়েছেন।তার বাবা মোহাম্মদ হানিফ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন