ডার্ক মোড
Sunday, 22 December 2024
ePaper   
Logo
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে শহীদ স্মৃতিসৌধ “ সৌধ হিরন্ময়” এ পুষ্পস্তক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের পক্ষে শহরের কাউতলীতে অবস্থিত স্মৃতি হিরন্ময়ে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।

পর্যায়ক্রমে জেলা পুলিশের পক্ষে স্মৃতি হিরন্ময়ে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান।

পরে স্মৃতি হিরন্ময়ে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা,বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট জনেরা বলেন মেধাশূন্য করার জন্য ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের আগ মুহুর্তে স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশের ১০৭০ জন বা তারও বেশি বুদ্ধিজীবীকে হত্যা করে। তাদের মধ্যে ছিলো আইনজীবী, শিক্ষক, প্রকৌশলী, সাংবাদিক, চলচ্চিত্র শিল্পী, পরিচালক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

তারা বলেন, সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় ও জেলা কারাগার থেকে অধ্যাপক শহীদ লুৎফুর রহমান, বিশিষ্ট আইনজীবী আকবর হোসেন বকুল মিয়া সহ বেশ কিছু বুদ্ধিজীবীকে ধরে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুরুলিয়া খালের পাড়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।

পুষ্পস্তবক অর্পন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন