ডার্ক মোড
Wednesday, 19 March 2025
ePaper   
Logo
বেতাগীতে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

বেতাগীতে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়। সোমবার (১০ ফ্রেরুয়ারি) সকাল ১০ টায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো: বশির গাজী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান, বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দীন, উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ, উপজেলা জামাতের সভাপতি সাইদুল ইসলাম সোহরাব, বিএনপি নেতা অধ্যাপক জাকির হোসাইন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক মাসুদ পারভেজ আসাদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার এস.এম মাসুদুর রহমান, ম্যানিজিং কমিটির সদস্য, অভিভাবক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন