ডার্ক মোড
Saturday, 12 July 2025
ePaper   
Logo
বেতাগীতে মসজিদের সোলারের ব্যাটারী চুরি করলেন যুবলীগ নেতা

বেতাগীতে মসজিদের সোলারের ব্যাটারী চুরি করলেন যুবলীগ নেতা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে মসজিদ থেকে সোলারের ব্যাটারি চুরি করেছে মেহেদী হাসান শাহিন নামে এক কথিত যুবলীগ নেতা। উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খলিফা বাড়ি জামে মসজিদে চুরির এ ঘটনা ঘটে। এর প্রতিকার চেয়ে মসজিদ কর্তৃপক্ষ ইউএনও এবং থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, কথিত যুবলীগ নেতা মেহেদী হাসান শাহিন নিজেকে কখনও বরগুনা জেলা আবার কখনও বেতাগী উপজেলা যুবলীগের নেতা পরিচয়ে বিভিন্ন দপ্তরে চাকরি দেয়ার নামে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। তার নামে বর্তমানে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি জেলও খেটেছেন। সুদের ব্যবসা করায় এলাকায় তিনি সুদি শাহিন নামেও পরিচিত।

গত কয়েক মাস আগে স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান শাহিন দুপুরবেলা মসজিদে মুসুল্লি না থাকার সুযোগে সোলারের ব্যাটারি খুলে নিয়ে যায়। এ সময় বাড়ির কয়েকজন এ ঘটনা দেখে তার কাছে ব্যাটারি খোলার কারণ জানতে চাইলে শাহিন বলে ব্যাটারি মেরামতের জন্য নিয়ে যাচ্ছি। কিন্তু এ ঘটনার কয়েক মাস পেরিয়ে গেলেও সে মসজিদের ব্যাটারি ফেরত না দিয়ে মসজিদে আসা বন্ধ করে দেয়। তাকে ব্যাটারি সম্পর্কে কেউ তাকে কিছু জিজ্ঞাসা করলে সে তাকে গালমন্দ করেন।

এ বিষয়ে মসজিদের সাবেক সভাপতি মো. ছগির আলম বলেন, বর্তমানে খোঁজ নিয়ে জেনেছি শাহিন মসজিদের ব্যাটারি চুরি করে নিয়ে বিক্রি করে দিয়েছে। এখন বিদ্যুৎ না থাকলে মসজিদ অন্ধকার থাকে। এতে মুসুল্লিদের নামাজ পড়তে অসুবিধা হয়। সামনে রমজান মাস। সোলারের ব্যাটারি না থাকলে ইফতারি ও তারাবীর সময় মুসুল্লিদের খুব কষ্ট হবে।

মসজিদের মুসুল্লি মো. সোহেল খলিফা বলেন, কাউকে না জানিয়ে হঠাৎ একদিন শাহিন মসজিদের নতুন সোলারের ব্যাটারি খুলে নিয়ে যায়। বর্তমানে সোলার না থাকায় বিদ্যুৎ না থাকলে নামাজ পড়তে কষ্ট হয়।

বেতাগী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা বলেন, বেতাগী উপজেলা যুবলীগের কমিটিতে মেহেদী হাসান শাহিন নামে কেউ নেই। কমিটির বাহিরের কেউ বেতাগী উপজেলা যুবলীগের পরিচয় দিয়ে কোন অপকর্ম করলে সে দায় আমাদের না।

অভিযুক্ত মেহেদী হাসান শাহিন বলেন, মসজিদের সোলারের ব্যাটারি নষ্ট হওযায় মেরামতের জন্য আনা হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

বেতাগী থানার উপ পুলিশ পরিদর্শক মো. জিহাদ বলেন, ব্যাটারি চুরির অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করি। এতে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত মেহেদী হাসান শাহিনকে থানায় ডাকি। শাহিন জানায় সে মেরামতের জন্য ব্যাটারি এনেছে। তবে তাকে দ্রুতই ব্যাটারি মেরামত করে অথবা নতুনভাবে ব্যাটারি এনে মসজিদে ফেরত দিতে বলা হয়েছে।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদ বলেন, মসজিদের ব্যাটারি চুরির একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য বেতাগী থানা পুলিশকে বলা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন