ডার্ক মোড
Tuesday, 17 September 2024
ePaper   
Logo
বেতাগীতে প্রতিপক্ষের হামলায় আহত ৬

বেতাগীতে প্রতিপক্ষের হামলায় আহত ৬

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়ায় প্রতিপক্ষের উপড় হামলা ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘঁটনায় আহত ৬ জনের গুরুতর ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, রোববার (৭ জূলাই) সকালে মোকামিয়া ইউনিয়নের মো: হানিফ পাহলানের লোক মো: পান্না পাহলান, মো: হাফিজুর রহমান, মো: সজিব ও মো: সুলতান হোসেন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ১০-১২ মিলে প্রতিপক্ষের উপড় অতর্কিত হামলা চালায়। এ হামলা ও মারপিটে বেশ কয়েকজন আহত হয়।

এদের মধ্যে মো. হাসান উল্লাহ (৩০), মো.নুরুল হাসান (২৮),মতিয়ার রহমান (৫০), মো: শাকিল (২২) এবং গুরুতর আহত মো: হাসান (২৫) ও মো: সাহেব আলী (৪৫)কে বেতাগী হাসপাতালে ভর্তি করা হয়।

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গাজী শাহ মোহাম্মদ শিশির জানান, মারপিটের ঘটনায় মোকামিয়া এলাকার দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের শরীরে কাটা,জখম ও ফুলার একাধিক চিহ্ন রয়েছে।

আহতরা অভিযোগ করেন, প্রতিপক্ষ তাদের রেকর্ডীয় জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাস্তা নির্মানের নামে অন্যায় ও অবিচার চালিয়ে জবরদস্তি করে জায়গা দখলের চেষ্টা করে আসছে। তাছাড়া এর আগেও হানিফ ও পান্না পাহলানের বিরুদ্ধে হামলা ও লোক তুলে নিয়ে ব্যাপক নির্যাতনের অভিযোগ করেন তারা। এ ঘঁটনায় আদালতে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলাও রয়েছে। আহতদের পারিবারিক সূত্র জানায়, হামলা ও মারপিটে নিয়ে থানায় অভিযোগ দায়ের চেষ্টা চলছে।

মোকামিয়া ইউনিয়নের ৪ নং ওয়ােের্ডর সাবেক ইউপি সদস্য মো: দেলোয়ার হোসেন জানান, হানিফ ও পান্না পাহলান প্রতিপক্ষের জমিতে জোর করে রাস্তা নির্মাণ এবং অন্যায়ভাবে অন্যের জমি ভোগদখলের পায়তারা করছে। তারা সালিশী ব্যবস্থা মানে না বরং বিভিন্ন সময় তাদের এসব অপকর্ম ও অনিয়মের প্রতিবাদ করায় অনেকেই হামলার শিকার হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে হানিফ মো: পাহলান বলেন,‘ প্রতিপক্ষ তাদের রাস্তার সাইনবোর্ড ভেঙে ফেলায় বাঁধা দিলে দস্তাদস্তিতে উভয় পক্ষেরই লোক আহত হয়। এ জন্য এককভাবে কেউ দায়ী নয়। 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন