ডার্ক মোড
Saturday, 27 July 2024
ePaper   
Logo
বেতাগীতে কারাগারে থেকেই লড়লেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী লিটু

বেতাগীতে কারাগারে থেকেই লড়লেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী লিটু

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে উপজেলা পরিষদ নির্বাচনে অস্ত্র মামলার আসামি হিসেবে কারাগারে রয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী বরগুনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাহিদ মাহামুদ হোসেন লিটু। সেখানে থেকেই তিনি এ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্¦িতা করছেন।

আওয়ামী লীগ নেতা নাহিদ মাহামুদ হোসেন লিটু (দোয়াত) প্রতিদ্বন্দ্¦িতা করে ২ হাজার ৩১৮ ভোট পেয়েছেন। নাহিদ মাহামুদ হোসেন লিটু এবারের উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে মাঠে লড়াই করেন। তবে নাহিদ মাহামুদ হোসেন লিটু জেলে থাকলেও তার অনুপস্থিতিতে কর্মি-সমর্থক স্ত্রী এ্যাভোকেট নাহিদ আফরোজ তানি ভোটের মাঠে কড়া নাড়েন।

এবারে এ উপজেলায় চেয়ারম্যানপদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্¦িতা করেন।

এ বিষয় জানতে চাইলে বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন সিকদার জানান, এ উপজেলায় অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশের মধ্য দিয়ে একটি শান্তিপূণভার্বে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটার উপস্থিতি কম থাকলেও এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনও প্রার্থীর অভিযোগ নেই। প্রতি কেন্দ্র থেকে প্রাপ্ত ফল কেন্দ্রীয়ভাবে মিলিয়ে এরপর আবার ফল ঘোষণা করা হয়েছে।

জানাযায়, গত মঙ্গলবার (১৪ মে ) উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহামুদ হোসেন লিটু তার গাড়ীর ড্রাইভার মো: নুরুন্নবী বাবু (সজীব) একটি প্রাইভেট কার যোগে উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠীর ডিসিরহাট বাজারে উঠান বৈঠক শেষে মোকামিয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে গাড়ীর মধ্যে বসে থাকা চেয়ারম্যান প্রার্থীর সিটের পাশ থেকে গুলিভর্তি অবৈধ রিভালভার উদ্ধার করে তাদের আটক করে।

নির্বাচন অনুষ্ঠানের মধ্যে তার জামিন আবেদন নাকচ হওয়ায় কারাগারে থেকেই তিনি বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্¦িতা করেন। 

 

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন