ডার্ক মোড
Wednesday, 04 December 2024
ePaper   
Logo
বেতাগীতে উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ জনের মনোনয়ন পত্র দাখিল

বেতাগীতে উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ জনের মনোনয়ন পত্র দাখিল

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

আসন্ন বেতাগী উপজেলা পরিষদ নিবার্চনে তিনটি পদে সর্বমোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করতে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী ভিন্ন ভিন্ন ভাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাকসুদুর রহমান ফোরকান, হোসনাবাদ ইউপি‘র সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খাঁন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুস সোবাহান, বেতাগী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খ.ম ফাহারিয়া সংগ্রাম আমিনুল, কেন্দ্রিয় আওয়ামী যুবলীগের সদস্য আমিনুল ইসলাম খান (শিপন),মো. রিয়াজ হোসেন, বরগুনা জেলা পরিষদের সাবেক সদস্য ও প্যানেল চেয়ারম্যান নাহিদ মাহমুদ হোসেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম পিন্টু, বেতাগী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, উপজেলা মহিলা আ.লীগ সভানেত্রী মিসেস পারুল আক্তার, কহিনুর নাছরীন, নিপু রানী দাস।

উল্লেখ্য, বাংলাদেশ নিবার্চন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২১ এপ্রিল রবিাবর শেষ হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নিবার্চনের দ্বিতীয় ধাপের মনোনয়ন পত্র দাখিলের সময়। বেতাগী উপজেলায় সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১২ হাজার ৬৮৬ জন। আগামী ২১ শে মে ৩৯ মোট কেন্দ্র ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আগামী ২৩ এপ্রিল বাছাই হবে মনোনয়নপত্র, প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ১৩ জন প্রার্থীর মধ্যে অধিকাংশ উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। উপজেলা আওয়ামী লীগের হেভিওয়েট নেতা থাকায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূন হবে বলে মনে করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন