ডার্ক মোড
Sunday, 23 February 2025
ePaper   
Logo
বিশ্বমঞ্চে দোহারের সৌরভ সমাদ্দার

বিশ্বমঞ্চে দোহারের সৌরভ সমাদ্দার

মাহবুবুর রহমান টিপু, দোহার (ঢাকা)

বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দেওয়ার পর এবার বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা উড়ালেন বাংলাদেশের সৌরভ সমাদ্দার। গত ১২ অক্টোবর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয় বিশ্বের কঠিনতম ট্র্র্র্র্রায়াথলন প্রতিযোগিতা ”আয়রন ম্যান মালয়েশিয়া” ৭০.৩। এ প্রতিযোগীতায় অংশ নিয়ে একটানা সৌরভ সমাদ্দার বিরতিহীন প্রথমে সমুদ্রে ১.৯০ কি:মি: সাঁতার, ৯০ কি: মি: সাইক্লিং এবং ২১ কি: মি: দৌড় সম্প‚র্ণ করেন ৭ ঘন্টা ৩৮ মিনিটে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নে অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপক সৌরভ সমাদ্দার জানান, এই ট্র্র্র্রায়াথলন প্রতিযোগিতায় সবচেয়ে কঠিনতম প্রতিযোগীতা ছিল সাইক্লিংটা। যেখানে প্রায় ৯০ কি: মি: সম্পূর্ণ পথই তাকে সাইকেল চালাতে হয়েছে পাহাড়ি আকাবাঁকা রাস্তায়। পাহাড় থেকে নামার সময় সাইকেলের স্প্রিড থাকে ঘন্টায় প্রায় ৬০ কি: মি:। পথে যেতে যেতে তিনি অনেকেই এক্সিডেন্ট করে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেছেন। সফলভাবে প্রতিযোগিতা শেষ করে বিশ্বমঞ্জে বাংলদেশের নাম উজ্জ্বল করায় খুশি তিনি এবং দোহার-নবাবগঞ্জবাসী।

সৌরভ সমাদ্দার যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বিষ্ণু সমাদ্দারের ছেলে। বর্তমান অগ্রণী ব্যাংকের ঢাকার নবাবগঞ্জ উপজেলার চ‚ড়াইন বাজার শাখা ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন তিনি।এর আগে তিনি দোহারের নারিশা বাজার শাখার ব্যবস্থাপকের দািিয়ত্ব পালন করেন। ব্যাংকিং এর পাশাপাশি তিনি দৌড়, সাঁতার এবং সাইক্লিং প্রাকটিস করে থাকেন। এরআগে তিনি টেকনাফ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬.১ কি.মি. বাংলা চ্যানেল পাড়ি দিয়েছিলেন। সৌরভ সমাদ্দারসহ ”আয়রন ম্যান মালয়েশিয়া” ৭০.৩ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে আরও ১৪ জন অংশগ্রহণ করেছিলেন। সেখানে ১২জন প্রতিযোগী সফলভাবে শেষ করে লাল সবুজের পতাকা উড়িয়েছেন বিশ্বমঞ্চে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন