ডার্ক মোড
Tuesday, 03 December 2024
ePaper   
Logo
বিমানবন্দর সড়কে কেন যানজট জানালো ট্রাফিক বিভাগ

বিমানবন্দর সড়কে কেন যানজট জানালো ট্রাফিক বিভাগ

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর মহাখালী থেকে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছুটির দিনেও বিমানবন্দর সড়কে এমন যানজটের কারণ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টে যানজটের কারণ জানানো হয়।

পোস্টে বলা হয়, জোয়ারসাহারা বি আর টিসি বাস ডিপোর সামনে নিকুঞ্জ পাম্পের আউটগোয়িং এ একটি বড় ১৮ চাকার হেভি লোডেড লরি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছে। লরিটি রেকার দিয়ে সরানোর চেষ্টা করেও সম্ভব হয়নি। পরবর্তীতে লরি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার জন্য ক্রেনের ব্যবস্থা করা হয়। কিন্তু অনেক চেষ্টা করে ক্রেনের মাধ্যমেও এটি সরানো সম্ভব হচ্ছে না। বিকল্প উপায়ে চেষ্টা চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আপাতত এক লেন ছাড়া অবশিষ্ট রাস্তায় গাড়ি চলাচল করা যাচ্ছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন