
বিপুল ভোটে জাহাঙ্গীর ইউপি সদস্য পদে জয়ী
গাজীপুর (উত্তর) প্রতিনিধি
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদে ফুটবল প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর হোসেন খান।
৫ জানুয়ারি নির্বাচনে ৯নং ওয়ার্ডে ৫১০০ ভোটারের মধ্যে ভোট দেন ৩৬০০ জন। জাহাঙ্গীর হোসেন খান ফুটবল প্রতীক নিয়ে ভোট পান ২৯৫২টি। জাহাঙ্গীর হোসেন খান বিপুল ভোটে বিজয়ী হওয়ার খবরে এলাকায় আনন্দের জোয়ার বইতে থাকে।
(৬ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১টায় ৯নং ওয়ার্ডের ভোটারা জাহাঙ্গীর হোসেন খানকে মালা পড়িয়ে আনন্দ মিছিল বের করে। কুড়লপাড়া ঈদগাহের মাঠ থেকে শুরু হয়ে গজারিয়া, দলজোড়, পাবুরিয়াচালা হয়ে হালুকাইদ গিয়ে শেষ হয়।
মিছিল শেষে নির্বাচিত মেম্বার জাহাঙ্গীর হোসেন খান সকলকে মিষ্টি মুখ করান। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বোচ্চ ভোটের মাধ্যমে বিজয়ী হওয়া মেম্বার জাহাঙ্গীর হোসেন খান জানান, জনগণ তাদের ভালোবাসার প্রকাশ তাদের ভোটের মাধ্যমে করেছে। আমি সকলের কাছে ঋণী। আমি এলাকার রাস্তা-ঘাট, স্কুল কলেজের উন্নয়ন করবো। এলাকা সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত করতে সর্বাত্মক চেষ্টা করবো।
যারা ভাতা পাওয়ার যোগ্য সকলকে ভাতার আওতায় আনবো। জনগণ আজ আমায় যে সম্মান দিয়েছে আমি তা সারাজীবন মনে রাখবো। আমি সুখে দুঃখে ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকবো ইনশাআল্লাহ। জনগণের আমানত জীবন দিয়ে হলেও রক্ষা করবো। আমি জনগণের ভালোবাসায় অশ্রুসিক্ত হয়েছি। জনগণের প্রত্যাশা পূরণ করবো ইনশাআল্লাহ।