ডার্ক মোড
Saturday, 04 January 2025
ePaper   
Logo
বিগত আ. লীগ সরকার সাংবাদিকদের জন্য সর্বদা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে রেখেছিল

বিগত আ. লীগ সরকার সাংবাদিকদের জন্য সর্বদা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে রেখেছিল

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)

বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আলহাজ¦ এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ’সাংবাদিকরা দেশ ও জাতীর জন্য গুরুত্বপূর্ন ভূমিকা পালন করলেও বিগত আওয়ামীলীগ সরকার সাংবাদিকদের সত্য প্রকাশে বাঁধা প্রদান সহ আইসিটি অ্যাক্ট ২০০৬, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮’র মত কালো আইন করে সাংবাদিকদের জন্য সর্বদা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে রেখেছিল। প্রবীর সিকদারের মত সাংবাদিকদের সত্য প্রকাশের দায়ে কারাগারে দিনের পর দিন আটকে রেখেছিল। এ কালো আইনে সাংবাদিকদের নামে অন্তত: ১০ হাজার মামলা করা হয়েছিল। সাংবাদিক সাগর-রুনী হত্যা কান্ডের বিচার বছরের পর বছর ঝুলিয়ে রেখেছিল তারা। এখন আপনারা নির্ভয়ে সত্য কথা লিখুন। আপনাদের সত্য উদঘাটনে আমার কোন দলীয় নেতা-কর্মী যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’ - এবিএম মোশাররফ হোসেন বুধবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবিএম মোশাররফ আরও বলেন, ’আপনাদের সহযোগীতায় কলাপাড়াকে একটি সমৃদ্ধ ও উন্নত কলাপাড়া হিসেবে আগামীতে গড়ে তুলতে চাই। কেননা এ উপজেলাটি দেশের একটি অন্যতম উপজেলা। এখানে বিগত সরকার কোন রকমের ইমপ্যাক্টের চিন্তা না করে কৃষি ও মৎস্য খাতের ভবিষ্যত নিয়ে চিন্তা না করে, কোন রকমের গবেষনা ছাড়াই শুধুমাত্র লুটপাটের জন্য একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। এর মধ্যে ৫টি তাপ বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর অন্যতম। দেশের এসব মেগা প্রকল্প বাস্তবায়নে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কিংবা প্রকৃতি ও পরিবেশ নিয়ে কোন চিন্তা করেনি তারা, তাদের একমাত্র চিন্তাই ছিল লুটপাট করা। শুধুমাত্র রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তারা যা লুটপাট করেছে তা জেনে দেশের মানুষ আজ বিস্মিত।’

সাংবাদিক নেছার উদ্দিন আহমেদ টিপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক, সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, মহিপুর থানা বিএনপি’র সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও অব: শিক্ষক আবদুল খালেক, কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু, এসএম মোশারেফ হোসেন মিন্টু, মোহসীন উদ্দীন পারভেজ।

এর আগে সকাল ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ক্লাব প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন এবিএম মোশাররফ, সাংগঠনিক পতাকা উত্তোলন করেন প্রেসক্লাবের আহবায়ক মো. হুমায়ুন কবির। পরে একটি বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ। সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে রয়েছে সদস্যদের পরিবারের সদস্যদের নিয়ে ফ্যামিলি নাইট উৎসব। এতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বর্নাঢ্য সব আয়োজন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন