ডার্ক মোড
Saturday, 27 July 2024
ePaper   
Logo
বিইউএইচএস ও ইউনিভার্সিটি অব সাউদার্নের যৌথ উদ্যোগে সেমিনার

বিইউএইচএস ও ইউনিভার্সিটি অব সাউদার্নের যৌথ উদ্যোগে সেমিনার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস ও ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্কের যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর লেকসোর হোটেলে তৈরি পোশাক শিল্পে সামাজিক কমপ্লায়েন্স নিরীক্ষা: বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ প্রেক্ষিত”-শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারের উদ্‌বোধনী পর্বে সভাপতিত্ব করেন বিইউএইচএস-এর উপাচার্য অধ্যাপক ডা. ফরিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন বিইউএইচএস-এর পাবলিক হেলথ অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা. শেখ আকতার আহমদ, বেসিক সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ডা. বেগম রোকেয়া ও এলায়েড হেলথ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. শারমীন পারভীন এবং শিক্ষকমণ্ডলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন