ডার্ক মোড
Friday, 24 January 2025
ePaper   
Logo
বামনায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন

বামনায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন

বামনা (বরগুনা) প্রতিনিধি

২০২৩-২৪ অর্থবছরে খরিপ-২/ ২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য, ১১০, বরগুনা-২ জনাব সুলতানা নাদিরা মহোদয়।

২০২৪-২৫ মৌসুমে আমন ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বরগুনার বামনা উপজেলার ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। ৮ জুলাই সোমবার উপজেলা পরিষদ হল রুমে ১২ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বামনার আয়োজনে উপজেলার সর্বমোট ২ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান। এসময় উপজেলা কৃষি অফিসার মোসা. ফারজানা তাসমিনের সমন্বয়ে এতে আরও অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাজমুন নাহার নাজু, বামনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুস সালাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিকগণ সহ গর্ণমান‍্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণ কর্মসূচির আওতায় উপজেলার সর্বমোট ২ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি আমন উফশী ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন