ডার্ক মোড
Wednesday, 19 March 2025
ePaper   
Logo
বামনায় আসমাতুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

বামনায় আসমাতুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

বামনা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ ০৯ ফেব্রুয়ারী সকাল ৯ টায় স্কুল মাঠ প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: নিকহাত আরা।

অর্ধশতাব্দীর র্ঐতিহ্যের ধারক আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভনাথ ভৌমিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনায়েত কবির হাওলাদর ও মিজানুর রহমান মজনু, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ও বামনা পেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন মোল্লা, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক সাবু, উপজেলা যুবদলের আহবায়ক দীপু সিকদার, ওলামা দলের সেক্রেটারি আজমল খান ও উপজেলা মহিলা দলের সভাপতি কাজল রেখা ও সাধারণ সম্পাদিকা সোহেলা পারভীনসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বিচারকমন্ডলী। শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী প্রধান শিক্ষক পরিতোষ হাওলাদার ও আকলিমা বেগম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক কাজী শাহানা ফেরদৌস শিবলী।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন