ডার্ক মোড
Sunday, 13 July 2025
ePaper   
Logo
বাবার চরিত্রে অভিনয় করবো, টাকা কী নিব!

বাবার চরিত্রে অভিনয় করবো, টাকা কী নিব!

নিজস্ব প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘বঙ্গবন্ধু’। যাতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। চরিত্রটিতে অভিনয়ের জন্য আরিফিন শুভ পারিশ্রমিক নিয়েছেন মাত্র এক টাকা।

১ টাকা পারিশ্রমিকের একটি চেকও প্রকাশ করেছেন শুভ। যেটি সোনালী ব্যাংকের গণভবন শাখা হতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) হিসাব থেকে ইস্যু করা। যাতে বিএফডিসির পরিচালক (অর্থ) এবং ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষর রয়েছে। চেকটির ‘পে টু’ অপশনে নাম লেখা ‘জনাব মাহবুবুল আরিফিন শুভ’। ‘দ্য সাম অব টাকা’ অপশন লেখা ‘এক টাকা মাত্র’।‘বাবার চরিত্রে অভিনয় করবো, টাকা কী নিব!’

এই ‘এক টাকা মাত্র’ পারিশ্রমিকের পিছনে নিশ্চয় অনেক বড় আবেগ কাজ করেছে আরিফিন শুভর মনে। সে কথায় শোনালেন সারাবাংলাকে।

‘প্রত্যেকটা অভিনেতাকে তার অভিনীত চরিত্রের মূল শক্তিটাকে ধরতে জানতে হয়। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে তার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল স্যাক্রিফাইস করার ক্ষমতা। একটা মানুষ ৫৫ বছরের জীবনের মধ্যে ১১ বছর ৪ মাস ২২ দিন জেলে ছিল, সে মানুষটার জীবনে স্যাক্রিফাইস অনেক বড় একটা বিষয়। জীবনটাই শেষ পর্যন্ত দিয়ে গিয়েছেন। এটা হচ্ছে একটা কারণ। আমার মনে হয়েছে আমাকে স্যাক্রিফাইস ফিল করার প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে।’

‘আরেকটা কারণ হচ্ছে তিনি ছোট একটা দেশ দিয়ে গেছেন, ছোট একটা জাতির বাবা তিনি। বাবার চরিত্রে অভিনয় করবো, টাকা কী নিব! দেশ দিয়েছেন। আর কী নিবো ওনার কাছ থেকে?’— বলেন আরিফিন শুভ।

অডিশনে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর শুভকে ভালো অংকের পারিশ্রমিকই অফার করা হয়েছিল। কিন্তু তিনি যখন বললেন, আমি মাত্র এক টাকা নিবো। তখন তা মানতেই চাননি কেউই।

শুভ বলেন, ‘ওনারা তো বিষয়টা মানেই নাই প্রথমে। বহুদিন যুদ্ধ করতে হয়েছে। যখন আমি বলেছি যে এটা আমার শর্ত। তখন গিয়ে কিছুটা মেনেছে।’

তবে এ মানামানির ঘটনাটা গত বছরের। এত দিন ধরে তিনি বিষয়টা চেপেই রেখেছিলেন। কিন্তু গত ৭ জুন যখন তার নামে এক টাকার চেক ইস্যু করা হয় তখন বিষয়টি জানাজানি হয়। শুভ জানান, তিনি চেয়েছিলেন পারিশ্রমিকের বিষয়টি ছবি মুক্তির সময় জানাতে।

বঙ্গবন্ধুর চরিত্রটি করতে গিয়ে শুভকে তাঁর জীবনের অনেক কিছু জানতে হয়েছে। অভিনয়ের প্রস্তুতি হিসেবে অনেক ভিডিও ফুটেজ, ডকুমেন্টারি দেখা কিংবা বই পড়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রস্তুতির সময় বলেছিলেন আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। অভিনয়ের সময়ও তা হওয়ার কথা। সবচেয়ে বেশি আবেগপ্রবণ হয়েছিলেন কখন?

‘যখন রাসেলকে গুলি করার দৃশ্যটা করা হয়। সেটাকে আমাকে মানসিকভাবে বিধস্ত করে দিয়েছিল। মানুষ হিসেবে না শুধু আমি যদি পশু-পাখিও হতাম তাহলে এ বর্বরতা মানতে পারতাম না।’

‘বঙ্গবন্ধু’ পরিচালনা করছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। এটির ভারতীয় অংশের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাংলাদেশ অংশের শুটিং হবে আগামী সেপ্টেম্বর মাসে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন