ডার্ক মোড
Wednesday, 20 August 2025
ePaper   
Logo
বান্দরবানে নানা আয়োজনে পালিত হচ্ছে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব

বান্দরবানে নানা আয়োজনে পালিত হচ্ছে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব

 

সোহেল কান্তি নাথ, বান্দরবান
নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বান্দরবানে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। এ উপলক্ষ্যে শনিবার (১৬ আগস্ট) সকালে শহরের স্থানীয় রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এসময় সনাতনী ধর্মাবলম্বী নর—নারী, শিশু—কিশোরসহ শতশত ভক্তবৃন্দ বিভিন্ন ধর্মীয় সাজসজ্জায় শোভাযাত্রায় অংশ নেয়। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজার মাঠস্থ অনুষ্ঠান স্থলে গিয়ে শেষ হয়।

এসময় জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, উৎসব উদযাপন পরিষদের সভাপতি রিটল বিশ্বাস'সহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মূলত, পৃথিবীতে দুষ্টের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই শ্রীকৃষ্ণ এই দিনে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন বলে মতবাদ প্রচলিত আছে। শ্রী কৃষ্ণের এই আবির্ভাবতিথিকে সনাতন ধর্মাবলম্বী ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে পালন করে থাকেন।

উল্লেখ্য, শুক্রবার ধর্মসভা, গীতাপাঠসহ নানা ধর্মীয় মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শুরু হয় জন্মাষ্টমীর মূল পর্ব। আগামী রবিবার (১৭ আগস্ট) ভোরে নগর কীর্তনের মধ্যদিয়ে শেষ হবে তিনদিন ব্যাপী এই জন্মাষ্টমী উৎসব।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন