ডার্ক মোড
Tuesday, 19 August 2025
ePaper   
Logo
পুলিশ কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁস, গ্রেপ্তার কনস্টেবল ৩ দিনের রিমান্ডে

পুলিশ কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁস, গ্রেপ্তার কনস্টেবল ৩ দিনের রিমান্ডে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁসের অভিযোগে গ্রেপ্তার পুলিশের কনস্টেবল অমি দাশের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার(১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত এই আদেশ দেন।

এর আগে গত রবিবার দিবাগত রাতে খুলশী থানা এলাকা থেকে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলায় অমি দাশকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার অমি দাশ, নগরীর খুলশী থানায় প্রেষণে কর্মরত ছিলেন। তিনি মূলত পুলিশ টেলিকম ইউনিটের সদস্য। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। বাবার নাম রাজীব দাশ।

আদালতের এপিপি অ্যাডভোকেট রিয়াদ উদ্দীন বলেন, খুলশী থানার অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলায় গ্রেপ্তার অমি দাশের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন