বাংলাদেশে ‘ফাইভ-জি রেডি টাওয়ার অপারেশন সেন্টার’ চালু করেছে ইডটকো
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে ফাইভ-জি রেডি টাওয়ার অপারেশন সেন্টার চালু করেছে টেলিযোগাযোগ খাতের অবকাঠামো সেবাদাতা কোম্পানি ইডটকো।
সম্প্রতিক ঢাকায় ফাইভ-জি রেডি টাওয়ার অপারেশন সেন্টার উদ্বোধন করা হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী, বাংলাদেশে মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান এবং ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে ইডটকো জানিয়েছে, অত্যাধুনিক এই সেন্টারটি একটি রিয়েল-টাইম মনিটরিং হাব হিসেবে কাজ করবে। দেশের টেলিকম টাওয়ারগুলোর কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা, নেটওয়ার্ক সংযোগ নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থার উন্নয়নে সহায়তা করবে।
অনুষ্ঠানে মো. এমদাদ উল বারী বলেন, “আজকের দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল যুগে, আর্থ-সামাজিক উন্নয়নের মূল চালিকাশক্তি হল নেটওয়ার্ক সংযোগ। সংযোগের সম্প্রসারণ চালিয়ে যাওয়া যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি আধুনিক ও প্রযুক্তি-চালিত কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য একটি সহায়ক পরিবেশ গড়ে তোলাও জরুরি। এটি বাংলাদেশের টেকসই ও শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো তৈরির বৃহত্তর লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ।”
মোহাম্মদ শুহাদা ওসমান বলেন, গত দশ বছরে, ইডটকো উদ্ভাবনের অগ্রদূত হিসেবে কাজ করেছে এবং বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
“একটি তরুণ, প্রযুক্তিপ্রেমী জনগোষ্ঠী এবং ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতির মাধ্যমে বাংলাদেশের একটি আঞ্চলিক ডিজিটাল হাব হয়ে ওঠার বিপুল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের নেটওয়ার্ক সংযোগের লক্ষ্য অর্জন ত্বরান্বিত করতে ইডটকোর মাধ্যমে মালয়েশিয়া তাদের অভিজ্ঞতা ভাগ করে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। মালয়েশিয়া ও ইডটকোর বহুপক্ষীয় সহযোগিতা ও টেকসই প্রবৃদ্ধির মত চ্যালেঞ্জ মোকাবিলায় অর্জিত সাফল্য বাংলাদেশের জন্য কটি পথনির্দেশিকা হিসেবে কাজ করতে পারে।”