বাংলাদেশিদের ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে: অজিত পাওয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রত্যাবাসনের জন্য অবৈধ বাংলাদেশিদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বৃহস্পতিবার তিনি বলেছেন, নির্বাসনের জন্য অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করা শুরু করেছে রাজ্য।
তিনি বলেন, ‘‘এই সমস্যা দেশের অনেক জায়গায় বিশেষ করে মুম্বাই, পুনে, কলকাতা এবং দিল্লিতে দেখা দিয়েছে। আমরা এই ধরনের লোকজনকে খুঁজে বের করতে কাজ শুরু করেছি। সাইফ আলি খান মামলার অভিযুক্তও একজন বাংলাদেশি।’’
গত ১৬ জানুয়ারি মুম্বাই নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ আলি খান। মুম্বাই পুলিশ বলেছে, ‘‘ওই দিন স্থানীয় সময় রাত আড়াইটার দিকে সাইফ আলি খানের বাসায় ঢুকে পড়েন শরিফুল ইসলাম শেহজাদ নামের বাংলাদেশি। পরে সেখানে ধস্তাধস্তির এক পর্যায়ে বলিউডের এই অভিনেতাকে ছুরিকাঘাত করেন তিনি। এতে তার শরীরে অন্তত ছয়টি জখম হয়।’’
বলিউড অভিনেতার ওপর এই হামলা ঘটনা দেশটিতে অবৈধ অভিবাসীদের, বিশেষ করে বাংলাদেশিদের বিষয়টি সামনে এনেছে এবং রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করেছে। যদিও সাইফ আলি খানের ওপর হামলায় বাংলাদেশের এক নাগরিকের জড়িত থাকার অভিযোগে পুরো জাতিকে দায়ী করা যায় না বলে মন্তব্য করেছেন ভারত-নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরের রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আব্দুল্লাহ।
তিনি বলেন, ‘‘যদি কেউ এসে সাইফ আলি খানকে আক্রমণ করেন তাহলে আপনি একজন ব্যক্তির কাজের জন্য পুরো একটি জাতিকে দোষারোপ করতে পারেন না...আপনি কীভাবে একজন ব্যক্তির সঙ্গে পুরো জাতিকে মেলাবেন? যদি একজন ভারতীয় যুক্তরাজ্যে খারাপ কিছু করে, আপনি কি তার জন্য ভারতকে দায়ী করবেন? এটা সেই মানুষ, জাতি নয়... আমেরিকায় কতজন অবৈধ ভারতীয় আছেন? প্রেসিডেন্ট ট্রাম্প পরিসংখ্যান দিয়েছেন। এটাকে আপনি কী বলবেন?’’
দেশটির রাজধানী নয়াদিল্লিতে বিজেপির পক্ষ থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগামী মাসে নির্বাচনের আগে দিল্লিতে অবৈধ বাংলাদেশি ইস্যুতে পাল্টাপাল্টি দোষারোপের রাজনীতি চলছে।
দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টির সরকারের একজন বিধায়ক রাজধানীতে বাংলাদেশি অভিবাসীদের একটি রকেটের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে বিজেপি। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে আম আদমি পার্টি বলেছে, দিল্লির সীমান্ত সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর।
অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কোনও বাংলাদেশি কিংবা রোহিঙ্গা যদি দিল্লিতে প্রবেশ করেন, সেক্ষেত্রে এর দায় কেন্দ্রকে নিতে হবে বলে জানিয়েছে আম আদমি পার্টি।
সূত্র: দ্য স্টেটসম্যান।