ডার্ক মোড
Saturday, 21 December 2024
ePaper   
Logo
বরিশালে নবাগত জেলা প্রশাসক এর সাথে মেহেন্দিগঞ্জ উপজেলার নেতৃবৃন্দের মতবিনিময়

বরিশালে নবাগত জেলা প্রশাসক এর সাথে মেহেন্দিগঞ্জ উপজেলার নেতৃবৃন্দের মতবিনিময়

মাসুদ রানা, বরিশাল

নদী দিয়ে ঘেরা অপূর্ব সুন্দর এই মেহেন্দিগঞ্জ উপজেলার সম্প্রীতির বন্ধনকে এগিয়ে নিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ও মা ইলিশ সংরক্ষণে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান নবাগত জেলা প্রশাসক বরিশাল।

(৬ অক্টোবর) রবিবার বিকাল ৪ টায় উপজেলা প্রশাসন মেহেন্দিগঞ্জ এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বরিশাল জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সাথে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীজনসহ উপজেলার সর্বস্তরের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেদিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নেছার উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেন্দিগঞ্জ, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জসহ আরও অনেকে। মতবিনিময় সভায় অতিথিরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরিশেষে গতকাল মেহেন্দিগঞ্জে নদীতে ইলিশ মাছ শিকারে গিয়ে বজ্রপাতে নিহত জেলে কবির মাঝি (৩৫) এর পরিবারকে ২৫ হাজার টাকা ও খাদ্য সহায়তা তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন