বরিশালে গণপূর্তের প্রকৌশলী টাকা ও স্বর্ণালংকারসহ শিক্ষার্থীদের হাতে আটক
বরিশাল প্রতিনিধি
বরিশাল নগরীর সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে বিপুল অংকের নগদ ২০ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ প্রকৌশলী হারুন অর রশীদকে আটক করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে নগরীর চৌমাথা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।
আটকের আগে ওই প্রকৌশলীর গাড়িটি দ্রুত চালিয়ে যেতে চাইলে তাতে বাধা দিয়ে আটক করে পুলিশ। ঘটনার সময় পরিবারসহ দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাচ্ছিলেন বলে শিক্ষার্থীদের জানিয়েছেন প্রকৌশলী হারুন। পরে সেনাবাহিনীর মাধ্যমে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
হারুন অর রশীদ বরিশাল বিভাগের পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে আছেন।
ঘটনাস্থলে দায়িত্বরত শিক্ষার্থী ইশরাত মুমু জানান, ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে একটি কালো প্রাইভেটকার দ্রুত ওভারটেক করে যাওয়ার সময় শিক্ষার্থীরা আটকে দেয়। চালকের আচরণ সন্দেহজনক মনে হলে গাড়িটি তল্লাশি করে বস্তাভর্তি টাকা ও স্বর্ণালংকার পাওয়া যায়। পরে তাকে আটকে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়।
এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত সেনা কর্মকর্তা মেজর রাশেদ জানান, আটককৃত ব্যক্তি পটুয়াখালী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছে। ভারতে যাবার উদ্দেশে তিনি পটুয়াখালী থেকে আসছিলেন। শিক্ষার্থীরা তাকে আটকে আমাদের খবর দেয়। আমরা তাকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পুলিশে সোপর্দ করি। তার কাছে নগদ ২০ লাখ টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার পাওয়া গেছে।