ডার্ক মোড
Sunday, 03 November 2024
ePaper   
Logo
বরিশালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জনসচেতনতামূলক সভা

বরিশালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জনসচেতনতামূলক সভা

মাসুদ রানা, বরিশাল

উপজেলা প্রশাসন মেহেন্দিগঞ্জ এর আয়োজনে (৬ অক্টোবর) রবিবার দুপুর ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বরিশালে ২০২৪-২৫ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জনসচেতনতামূলক সভা ও ভিজিএফ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেন্দিগঞ্জ মোঃ নেছার উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ রবিউল ইসলাম ভূঁইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেন্দিগঞ্জ মোঃ ইমরান হোসেন, অফিসার ইনচার্জ এর প্রতিনিধিসহ মৎস্যজীবী ও মৎস্যের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ইলিশ সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

পরে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় ভিজিএফ সহায়তা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বরিশাল জেলার ৯টি উপজেলায় ৫৬,৭০০ জন জেলে পরিবারের মাঝে ১৪১৭.৫০ মেট্রিকটন চাল বিতরণ করা হবে। এর মধ্যে মেহেন্দিগঞ্জ উপজেলায় ১৮৬৬৭ জন জেলেদের মাঝে ২৫ কেজি করে ২২ দিনের জন্য ৪৬১.৬৭ মেট্রিক টন খাদ্য শস্য বিতরণ করা হবে। উল্লেখ্য আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ২২ দিন ইলিশ সম্পদ উন্নয়ন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন