ডার্ক মোড
Monday, 13 May 2024
ePaper   
Logo
বরগুনা-২ আসনে ১৪ প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করতে চায়

বরগুনা-২ আসনে ১৪ প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করতে চায়

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনে নৌকা প্রতীকে ১৪ জন প্রার্থী আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে চান। রাজধাণীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে পৃথকভাবে মনোনয়ন পত্র সংগ্রহ শেষে জমা দিয়েছেন।

দলীয় প্রার্থী ও একাধিক নেতাদের সুত্রে জানা গেছে, বরগুনা-২ আসনে প্রার্থীরা এত দিন মাঠ চষে বেড়ালেও এবারে রেকর্ড সংখ্যক প্রার্থী নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন লড়াইয়ের প্রতিযোগিতায় নেমেছেন। এখন সবাই ব্যস্ত সময় পাড় করছেন। এদের মধ্যে কে দলীয় মনোনয়ন পাচ্ছেন এনিয়ে চলছে নানা হিসেব-নিকেশ। তবুও যে যারমত করে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে ধর্না দিচ্ছেন। কেউ পিছিয়ে নেই।

এ আসনে প্রার্থীদের মধ্যে রয়েছেন,বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি আব্দুল মালেক (এড: মশিউর মালেক),সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র এবিএম গোলাম কবির, বাংলাদেশে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার,পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো: জাবির হোসেন, মহিলা সংরক্ষিত আসনের এমপি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সুলতানা নাদিরা, বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রাশেদ হাওলাদার, বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান এমপি আলহাজ¦ শওকত হাচানুর রহমান রিমন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক প্রবাসী ড. মাহাবুবুর রহমান, বাংলাদেশে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো: আমিনুল ইসলাম খান, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হোসনেয়ারা রানী, মহিলা সংরক্ষিত আসনের সাবেক এমপি বাংলাদেশ মহিলা আওয়াামী লীগের সহ-সভাপতি নাসিমা ফেরদৌসী, বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু ও ঢাকা মহানগর উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন