ডার্ক মোড
Tuesday, 17 September 2024
ePaper   
Logo
বরগুনায় জন প্রতিনিধিদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ

বরগুনায় জন প্রতিনিধিদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ

বরগুনার প্রতিনিধি

সরকারি নীতি বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা বিকাশে যুবদের ক্ষমতায়ন এবং সহিংসতার বিরুদ্ধে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ শনিবার বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সারোয়ার টুকু সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ।

জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে সরকারি নীতি বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা বিকাশে যুবদের ক্ষমতায়ন এবং সহিংসতার বিরুদ্ধে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক কি নোট পেপার উপস্থাপন করেন বরগুনা সদর যুব ফোরামের সদস্য মো: ইমরান হোসেন ও জেবিন মীম।

বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আস্থা প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে সভায় বর্ণনা করেন প্রকল্প সমন্বয়কারী রাবেয়া বসরী।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা কাদের, আমতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান, বরগুনা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন মোল্লা, তালতলী উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার সাথী, বামনা উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নাজু, বরগুনা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লাভলী আক্তার নিপা, বরগুনা পৌরসভার কাউন্সিলর হোসনেয়ারা চম্পা, কেওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়াররম্যান মনিরুজ্জামান নসা, বরগুনা জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য সাইদুল ইসলাম মন্টু, শফিকুল ইসলাম খোকন, বেতাগী উপজেলা যুব ফোরামের আহবায়ক খাইরুল ইসলাম মুন্না সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সংলাপ অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য মনির হোসেন কামাল।

বক্তারা স্থানীয় জনগোষ্ঠীর দাবী উপস্থাপন এবং সহিংসতা প্রতিরোধ এবং সুশাসনের চর্চার প্রতিশ্রæতি দেন। রাজনৈতিক নেতারা যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্ম এর সদস্যদের প্রশ্নের উত্তর দেন এবং সহিংসতা প্রতিরোধ এবং অহিংস সমাজ গঠনের অঙ্গীকার করেন সভায় দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি‘২০১৭ বাস্তবায়ন এবং যুবদের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করার আহ্বান জানান। সভায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার ৬ টি উপজেলার যুব ফোরামের সদস্যবৃন্দ,নাগরিক প্লাটফর্মের সদস্যবৃন্দ, স্ংবাদিক,নারী নেত্রী ও এনজিও প্রতিনিধি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন