ডার্ক মোড
Saturday, 21 December 2024
ePaper   
Logo
বরগুনার বামনায় বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরগুনার বামনায় বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বামনা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বামনায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১০ টার দিকে আওয়ামী লীগের উপজেলা কার্যালয় চত্বরে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করা হয়।

এ উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে আওয়ামী লীগ, যুবলীগ ও অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন।

উপস্থিতগনদের মধ্যে অন্যতম হলেন বামনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন পিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ০২ নং বামনা সদর ইউনিয়ন চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান সগির, বামনা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সরোয়ার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুনিম তালুকদার সহ উপজেলা যুবলীগ নেতা কর্মী ও সকল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন